Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: খেজুরি, পূর্ব মেদিনীপুর: তৃণমূলকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে খেজুরি বিধানসভার কৃষি সমবায় সমিতিতে ৯ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়লাভ করলো বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীগণ। এরপর বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। বিপুল জয় লাভে উচ্ছ্বসিত তারা। এদিন মুন্ডুমারী ও কার্তিকখালী গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৯ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্পিত রাষ্ট্রবাদী প্রার্থী গণ। বিজেপির তরফ থেকে তাদের শুভেচ্ছা বার্তাও পাঠানো হয়। সমবায় সমিতির ভোট শেষে গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস পালন করে বিজেপি কর্মীরা এমনকি তাদের পক্ষ থেকে একটি মিছিলও‌‌ বের করা হয়। তাদের দাবি, ‘তৃণমূল কখনও এখানকার কোন ভোটে জিততে পারবে না।’ ঘটনা প্রসঙ্গে সমবায় সমিতির কর্মদক্ষ পবিত্র দাস‌ বলেন, ‘এই এলাকা থেকে তৃণমূল কোনদিনও একটি ভোটও পাবে না।ওটা কোন রাজনৈতিক দল নয় ওটা একটা টাকা মারার কোম্পানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর গিরি করা ছাড়া ওদের কাছে আর কোন উপায় নেই। মানুষ বুঝে গেছে। ওদেরকে আর ভোট দেবেনা।’