Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *জলপাইগুড়ি*

আবারো রেললাইনে হাতি, আপদকালীন ব্রেক কষে ট্রেন দাড় করিয়ে দিলেন চালকদ্ধয়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল ডাউন কবিগুরু এক্সপ্রেস। সেসময় একটি শাবক হাতি রেললাইনের ওপর দিয়ে হেলতে দুলতে চলাফেরা করছিল। পাশেই ছিল আরো একটি বন্য হাতি। আর তা দেখে দুর্ঘটনা আটকাতে কবিগুরু এক্সপ্রেসের চালক পি কুমার এবং সহকারী চালক কে মন্ডল আপদকালীন ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। নাগরাকাটা- চালসা রেললাইনের ৬৯/০ কিমি এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। জঙ্গলের মাঝে প্রায় ২৩ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপর হাতি দুটি রেললাইন থেকে জঙ্গলের ভেতর ঢুকে যেতেই নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায় কবিগুরু এক্সপ্রেস।
এদিকে এই নিয়ে গত কয়েকমাসে বেশ কয়েকবার জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর চলে আসলো হাতি। আর অন্যান্য বারের মতো এবারও কোনো দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশ প্রেমীরা।