বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলা ভাষার অস্মিতা। নতুন এই বিষয়কে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আন্দোলন। সোমবার মেয়োরোডে তৃণমূলের মঞ্চ ভেঙে দেয় সেনাবাহিনী। আর আজ মঙ্গলবার থেকে ডোরিনা ক্রসিংয়ে তৃণমূল কংগ্রেসের ধর্না।
মুখ্যমন্ত্রী গতকাল সোমবারেই নির্দেশ দিয়েছিলেন জেলায় জেলায় ভাষা আন্দোলন গড়ে তোলার। পাশাপাশি ধর্মতলায় রোজ ভাষা আন্দোলনে সামিল হবে তৃণমূল কংগ্রেস। মঞ্চ বাধার কাজ চলছে। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর এই আন্দোলকে বন্ধ করার জন্য বিজেপি কি সচেস্ট?
মমতা নিজের অবস্থানে অবিচল। তিনি স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে মুনি ঋষির ছবি পড়েছে ধর্মতলা চত্বর জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, প্রীতিলতা ওয়াদ্দেদার। রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিংবা কাজী নজরুল ইসলাম। বাংলার সংস্কৃতিকে যারা ইতিহাস থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সাক্ষী রাখা হচ্ছে তাদেরও। প্রসঙ্গত বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে৷ সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী৷ সেই খবর পেয়েই গতকাল মেয়ো রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাস্থল ছেডে় ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷ পড়ে মুখ্যমন্ত্রী বলেন, সেনাবাহিনি যথেষ্ট ভালো। বিজেপির চাপে বাধ্য হয়ে তারা মঞ্চ খুলে নিয়েছে। মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘’আমাদের মাইকের কানেকশন কেটে গিয়েছে, সেনার জন্য আমরা গর্বিত৷ কিন্তু সেনাবাহিনীকে যদি বিজেপির কথায় চলতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক৷ এখানে কোথাও রাস্তা বন্ধ করা হয়নি, গাড়ি চলতে অসুবিধা হচ্ছে না৷”