বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুরাতন মালদা শহরের চৌরঙ্গী মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ।
আটক হওয়া যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন। সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল, যা নিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হত।
এই ঘটনার পর পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ, বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনের অভিযানে পুলিশ কেবল দুই যুবতীকে আটক করেছে, তবে লজটি সিল করা হয়নি বা লজ মালিককেও গ্রেপ্তার করা হয়নি।
আটক যুবতীদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।