Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিন সেভাবে বৃষ্টি হয় নি দক্ষিণবঙ্গে। তবে অচিরেই আবার বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আপাতত বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বাড়বে। সঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বাড়বে আগামীকাল। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা।বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে।

অন্যদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বুধবার বৃহস্পতিবার দার্জিলিং, দার্জিলিঙ, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে।