বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিনদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে
কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান ।
এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ি সংলগ্ন উত্তর কন্যা এবং উত্তর কন্যাতেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সেখান থেকে ফের ফিরে আসবেন উত্তর কন্যায় সেখানেই থাকবেন। এবং বৃহস্পতিবার দুপুর নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় ফিরে যাবেন। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ শহর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যতবার উত্তরবঙ্গ সফরে এসেছেন ঠিক তত বারই উত্তরবঙ্গ তথা যে জেলায় যাবেন সে জেলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করতে পারে সেদিকেই নজর রয়েছে এলাকার সাধারণ মানুষের। এর পাশাপাশি দলীয় নেতাকর্মী দের কি নির্দেশ দেন সেটিকে তাকিয়ে রয়েছে দলের নেতা কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় থাকার কারণে একেবারে শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা আটোশটো করা হয়েছে।