Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নেপালে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। অন্তবর্তী সরকার গঠিত হবে দু’এক দিনের মধ্যেই। নেপালে এবার নতুন সরকার গঠনের তো়ড়জোড় শুরু হচ্ছে। রক্তক্ষয়ী হিংসায় কেপি শর্মা ওলি সরকারের পতনের পরে Gen Z বিক্ষোভকারীদের পক্ষ থেকে যে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন। এই অন্তর্বর্তী সময়ে বাংলাদেশের মতো নেপালেও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নেপালের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আনুষ্ঠানিক ভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন সুশীলা কার্কি। প্রসঙ্গত স্মরণীয় যে, প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ছিলেন চিনপন্থী। স্বাভাবিক কারণেই ওই দেশের অনেকেই এই কারণে তার উপর ক্ষুব্ধ ছিলেন।

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার নেপালের সেনাপ্রধান ও সুশীলা কার্কির বৈঠক হচ্ছে। তাঁরা বৈঠকের পরে দুজনেই দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। রাষ্ট্রপতিকে বর্তমানে জনরোষের কবল থেকে বাঁচাতে সেনা ব্যারাকে রাখা হয়েছে। কার্কি বললেন, ‘মোদীজিকে নমস্কার। আমার উপর মোদীজির প্রভাব খুবই ইতিবাচক।’ একটি সাক্ষাত্‍কারে কার্কি জানালেন, তিনি নেপালের দায়িত্ব নিতে প্রস্তুত। Gen Z গোষ্ঠী আমার উপর ভরসা রেখেছে। কম দিনের জন্য হলেও একটি স্থায়ী সরকার গঠনে গুরুদায়িত্ব। কার্কির কথায়, ‘আমার প্রাথমিক কর্তব্য হবে, সেই সব বিক্ষোভকারীদের প্রতি সম্মান জানানো, যাঁরা প্রাণ দিলেন। আমার প্রথম কাজ হবে এই প্রতিবাদে মৃতদের পরিবারগুলির জন্য কিছু করা।’