Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকে শরতের ঝকঝকে আকাশ। কিন্তু বৃহস্পতিবার রাতে ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ঝড়বৃষ্টি চলবে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আবহাওয়ার অবস্থা চিন্তাজনক। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। শুক্রবারও একইভাবে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।