বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক গুলসান কলোনি। পরিবহন স্বাভাবিক। দোকানপাট খুলেছে। বিরিয়ানির দোকান ব্যারিকেড দিয়ে ঘেরা রেখেছে পুলিশ। তদন্তে আসতে পারে পুলিশ। গুলশান কলোনি অটোস্ট্যান্ডে পুলিশ পিকেট রয়েছে।
_
এর মধ্যেই আজ গুলশান কলোনিতে আমাদের পাড়া আমাদের সমাধান।_