Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কয়েকদিন আগেই খবরবছিল হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রচুর বেআইনি জিনিস বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে । বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বছরের বিভিন্ন সময় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে বলেই অভিযোগ। আর এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরকার নানা কাজ চালাচ্ছে। তবে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে যা ধরা পড়ল তা রীতিমতো চমকে দেওয়ার। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় শুক্রবার রাতে নাকা চেকিং চালায়। কুকুর ও স্ক্যান ডিটেক্টর দিয়ে নাকা চেকিং চালানোর সময় বোলতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বিএসএফ।

তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ তরল ফেনসিডিল। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে এই ধরনের নিষিদ্ধ তরল পাচারকারি ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশে। ঘটনার পর সঙ্গে সঙ্গে বিএসএফ ফেন্সিডিল সহ ওই বাংলাদেশিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই বাংলাদেশের নাম গফফর গাজী। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারা সিমলা এলাকায়। গত বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশি বাংলাদেশের সুলুপুর বিবিজি ক্যাম্প এলাকা থেকে নদীপথে ভারতে প্রবেশ করেছিল। তারপর ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।