Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২৬ রাজ্যে বিধানসভা নির্বাচন। ‘সূচাগ্র মেদিনী’ ছাড়তে রাজি না রাজ্য ও কেন্দ্রের শাসক দল। ঠিক সেই পরিস্থিতিতেই আবার আজ রাতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মোদি কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই এই সফরের নেপথ্যে প্রশাসনিক সূচির বাইরেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার জন্য উৎসুক রাজ্যবাসী। রবিবার অর্থাৎ আজ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে সন্ধে নাগাদ রাজভবনে পৌঁছাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদি। আগামীকাল অর্থাৎ সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকেই প্রধানমন্ত্রী যাবেন বিমানবন্দরে এবং দিল্লি ফিরে যাবেন তিনি।