Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রত্যাশিত মতোই পাকিস্তানকে ফুৎকারে হারিয়ে দিলো ভারত। এটি এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় জয়। এমতাবস্থায়, ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে পৌঁছেছে। এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তারপরে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে। এদিকে, ভারত (Team India) ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে ম্যাচটি জিতে নেয়। ভারতের হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন এবং শিবম দুবে ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। এবারে টিম ইন্ডিয়া তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। অন্যদিকে, পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচ খেলবে আগামী ১৭ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতীয় দলের প্রথম ধাক্কা আসে শুভমান গিলের। তিনি ৭ বলে ১০ রান করে স্যাম আইয়ুবের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের মাধ্যমে স্টাম্পড হন। পরে অভিষেক শর্মা ১৩ বলে ঝোড়ো ইনিংসে ৩১ রান করেন। তিনি ৪ টি চার এবং ২ টি ছক্কা মারেন। স্যাম আইয়ুবের বলে ফাহিম আশরাফ তাঁর ক্যাচ নেন। এদিকে, তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করেন। স্যাম আইয়ুব তাকে বোল্ড করেন। খেলার প্রথম থেকেই খেলার রেশ চলে যায় ভারতের হাতে।

ব্যাটিং বোলিং ও ফিল্ডিং – সব দিকেই ভারত অনেকটা এগিয়ে ছিল ভারত। এদিকে, পাকিস্তানের হয়ে সাহেবজাদা ফারহান ৪৪ বলে ৪০ রান এবং শাহিন আফ্রিদি ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন। ওই ২ জন ছাড়া কেবল ফখর জামান (১৭), ফাহিম আশরাফ (১১) এবং সুফিয়ান মুকিম (১০) দুই অঙ্কের রানে পৌঁছতে পারেন। স্যাম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ তাঁদের খাতা খুলতে পারেননি। অপরদিকে, হাসান নওয়াজ ৫ রান করেন। মোহাম্মদ হারিস এবং অধিনায়ক সালমান আলী আগা ৩ রান করে আউট হন। ভারতের স্পিন বোলাররা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কুলদীপ যাদব সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ২ টি উইকেট নেন।