বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার কি বর্ষা বিদায় নিচ্ছে? এমন ইঙ্গিত হয়েছে আবহাওয়া অফিস। তবে যাওয়ার আগে অনেকটাই ভিজিয়ে দিয়ে যাবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি চলবে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই ভিজবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কিছু কিছু জায়গায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও রেহাই নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মোটের উপর শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।
অন্যদিকে আজও উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। চলতে পারে বুধবার পর্যন্ত। এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই জেলার কিছু অংশে। তালিকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে কম-বেশি।