বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রশ্ন উঠেছে, এতো কিছুর পরেও কি সত্যি দুষণমুক্ত রাখা যাবে এই পরীক্ষা। রবিবার এসএসসির একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হতেই নিজ মুখে এ কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা পরীক্ষা পর্ব স্বচ্ছতার সঙ্গে শেষ হয়েছে বলে স্পষ্ট করার পাশাপাশি এসএসসি সংক্রান্ত একাধিক তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী। কবে প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল? কবেই বা হবে ইন্টারভিউ? সব খুঁটিনাটিই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেইমতো আজ নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে কমিশন। এই উত্তরপত্র চ্যালেঞ্জ করারও সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ব্রাত্য বসুই কিন্তু বলেছিলেন, তৃণমূলে লোকেরাই চাকরি পাবে। ফলে সংসার থেকেই যাচ্ছে।
জানা যাচ্ছে, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা উত্তরপত্রও প্রকাশ করতে পারে কমিশন। প্রসঙ্গত, রবিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র ১৬ সেপ্টেম্বর আপলোড করা হবে। উত্তরপত্র এসএসসি (SSC)-র ওয়েবসাইটে দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণীর মডেল উত্তরপত্র আপলোড করা হবে ২০ সেপ্টেম্বর। এই উত্তরপত্র নিয়ে কারও কোনও সমস্যা থাকলে তা জানানোর সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। সমস্যা জানাতে হবে ৫ দিনের মধ্যে ওয়েবসাইটে। ২ বছর এই উত্তরপত্র সংরক্ষিত থাকবে। পরীক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা ইমেজও আগামী ১০ বছরের জন্য সংরক্ষণ করা হবে।