বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এখন খেলার সঙ্গে রাজনীতি একসঙ্গে জড়িয়ে পড়েছে। কোথাও রাজ্য আবার কোথাও কেন্দ্রীয় শাসকদল নিয়ন্ত্রণ করে এই খেলা। এবার বনগাঁ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনা। বনগাঁ রেল ময়দানে গত ১১ সেপ্টেম্বর থেকে বিজেপির উদ্যোগে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। সেখানেই রাজ্য বিজেপি সভাপতির সামনে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। প্রসঙ্গত এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জেলা সভাপতি বিকাশ ঘোষসহ একাধিক নেতা। সেখানেই মাঠ সংস্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সামনে সরাসরি দাবি তোলেন তারা। উল্লেখ্য, পুরস্কার বিতরণীর আগে হঠাৎই স্থানীয় বাসিন্দারা মাঠ সংস্কারের দাবি তোলেন। যে কারণে বেশ কিছু সময়ের জন্য থমকে যায় অনুষ্ঠান। এরপর শমীক ভট্টাচার্য হাতজোড় করে বলেন, স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। কিন্তু এলাকাবাসীরা চাইছেন দ্রুত সংস্কার করা হোক ময়দানের। কিন্তু কী কারণে হঠাৎ খেলার ময়দানে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা? স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার সময় গোলপোস্ট কেটে দেওয়া হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। মাঠে আবার খেলা হচ্ছে, কিন্তু অবস্থা আগের মতোই খারাপ।