বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দক্ষিণবঙ্গে বৃষ্টি চলেছে। কোথাও অল্প আবার কোথাও বেশি। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে শনিবার থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে অস্বস্তি ভ্যাপসা গরম বজায় থাকবে।আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে আজ শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। এরপর শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে।