Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:টালা প্রত্যয় খুব ধীরে ধীরে নিজেদের স্বাধীন অস্তিত্ব ত্যাগ করে মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল হয়ে পড়ছে বলেই বিরোধীদের অভিযোগ। এ বছর তাদের থিম, থিম ভাবনা, থিম সং – সবই মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত। শর্তবর্ষ উদযাপন করছে টালা পার্ক প্রত্যয়। মহালয়ার আগের দিন, শনিবারই এই পুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতবর্ষে টালা পার্ক প্রত্যয়ের বিষয় ভাবনা ‘বীজ অঙ্গন’। এই থিম ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। থিমের নামকরণও রয়েছেন তিনিই। এমনকী লিখেছেন টালা প্রত্যয়ের এ বছরের থিম সংও। সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রীই। সবটা মিলিয়ে টালা পার্ক প্রত্যয় ও মমতা বন্দ্যোপাধ্যায় যেন সমার্থক হয়ে গেছে।

মুখ্যমন্ত্রীর দেওয়া থিমই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছেন শিল্পী ভবতোষ সুতার। প্রতিমাও তৈরি করেছেন তিনিই। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার মধ্যে রয়েছে কৃষকের ছোঁয়া। মূলত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতাই ফুটিয়ে তোলা হয়েছে টালা প্রত্যয়ের এবারের পুজো মণ্ডপে। এই কৃষি বিলকে ‘দিশাহীন’ বলে বর্ণনা করা হয়েছে থিম ভাবনার মাধ্যমে। টালা প্রত্যয়ের মণ্ডপ জুড়ে রয়েছে গ্রামীণ বাংলার খড়ের ছাউনি দেওয়া ঘর। বাঁশের উপর জ্বলতে দেখা যাবে প্রদীপ। এছাড়াও মণ্ডপসজ্জায় রাখা হয়েছে খরের বস্তা, লাঙল। টালা প্রত্যয়ের প্যান্ডেলের একদম মাঝের অংশে তৈরি করা হয়েছে একটি মস্তিষ্ক। এটি প্রতীকী। বীজ থেকেই যেমন গাছ তৈরি হয় তেমনই মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটলেই জীবন পরিণতি পায়। টালা প্রত্যয়ের মা দুর্গা অসুরদলনী দেবী নন। এখানে দুর্গা প্রতিমা গড়ে তোলা হয়েছে কৃষকের বেশে। তিনি যেন এক প্রান্তিক চাষী। দেবী দুর্গা এখানে গ্রাম্য মহিলার মতো ধান কাটেন, জমিরে সার ছড়ান।