বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: সকাল থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন। রাতে ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে ফের বৃষ্টি বাড়বে। এদিকে আজ থেকে আগামী চার দিনও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে,চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরেই ফের বাড়বে বর্ষণ। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও। মঙ্গলে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সতর্কতাও রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সতর্কতা থাকছে এদিনও।। এরপর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতাতেও। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি থেকে বজ্রপাত চলবে।
অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কমই থাকবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।