Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতা এমন বৃষ্টি আগে কখনো দেখে নি, যে বৃষ্টি হয়ে গেলো সোমবার রাতে। কয়েক ঘন্টার মেঘভাঙ্গা বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সম্পূর্ণ জলের তলায়। সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। জানিয়েছেন, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুধু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০ টা বাজবে। দুর্ঘটনা এড়াতে আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, ৫ ঘণ্টায় গড়ে কলকাতায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা।

উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র জলবন্দি মানুষ। কলকাতার বহু বাড়িতে হু হু করে ঢুকেছে জল। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। জলের নিচে একের পর এক গাড়ি। শিয়ালদহে রেলওয়ে ট্র্যাকও জলের নিচে। সেই কারণে শিয়ালদহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা। উত্তর শাখায় দমদম থেকে চলাচল করলেও সকাল থেকেই বাতিল বহু ট্রেন। যা চলছে তা-ও অত্যন্ত ধীর গতিতে। মেট্রো পরিষেবাও ব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা পুরসভায় বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। রয়েছেন মেয়র পারিষদ (নিকাশি)-সহ অন্যান্যরা। ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্য়েই জল নিকাশির কাজ শুরু করা হয়েছে। মেয়রের কথায়, “এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো জানা ছিল না। তবে পুরসভা কাজ করছে। যা পরিস্থিতি তাতে ১০ ঘণ্টা মতো সময় লাগবে।” তবে যদি ফের বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ংকর হওয়ার আশঙ্কা রয়েছে।