Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত নসিপুর বালাগাছি এলাকা থেকে বিরল প্রজাতির প্রায় ৫০ বছরের এক কচ্ছপ উদ্ধার করলো রানিতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রানীতলা থানার নসিপুর বালাগাছি এলাকায় খেতের জমি থেকে উদ্ধার এই বিরল প্রজাতি কচ্ছপ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যায় পুলিশ। পুলিশ গিয়ে কচ্ছপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে বনদপ্তরকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরা।

বনদপ্তর সুত্রে জানাযায়, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কচ্ছপটি প্রায় ৫০ বছরের। এত বছর বয়সী কচ্ছপ এই অঞ্চলে খুবই বিরল বলেই জানিয়েছেন বনদপ্তরের কর্মকর্তারা। বনদপ্তরের আধিকারিকরা আরো জানিয়েছেন, এই ধরনের কচ্ছপ যেন সাধারণ মানুষ দেখতে পেলে বনদপ্তর বা পুলিশকে খবর দেওয়া হয়। কারণ এই ধরনের বিরল প্রজাতির কচ্ছপ বিলুপ্তের মুখে। তাই এদেরকে সংরক্ষণ করে রাখা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্ব।

তবে এ বিষয়ে এলাকাবাসী রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকার ওসি অরিজিৎ ঘোষ ও তার পুলিশ টিমকে সাধুবাদ জানিয়েছেন।