বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত সময়ে কলকাতায় এসে উপস্থিত। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বরাবরই উদ্বোধন করে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’বছর আগে অর্থাৎ ২০২৩ সালে রামমন্দির থিম করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। সেই সময়ও শাহ উদ্বোধন করেছিলেন। দু’বছর পর এবার ফের একবার সজলের পুজো উদ্বোধনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাপস রায়। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’। ডকুমেন্ট্রির মাধ্যমে খুব সুন্দর করে সেই থিম ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। অপারেশন সিঁদুরে কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা, সেটাই তুলে ধরা হয়েছে।
স্বরাষ্ট্রেমন্ত্রী সাংবাদিকদের বলেন,
* আমি দেশবাসী ও বাঙালিদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি।
* আমিও এই মণ্ডপে মায়ের পুজো করলাম। মায়ের সামনে প্রার্থনা করলাম, ভোটের পর বাংলা এমন সরকার তৈরি হোক যে সোনার বাংলা গড়তে পারে।
* আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’
* দুর্গাপুজোর শুরুতেই বৃষ্টি হয়েছে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।