Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রত্যাশা মতোই প্রবল ভিড় দেখা যাচ্ছে কাকদ্বীপের অমৃতায়ন সংঘের পুজোয়। এ বছর তাদের আছে নতুন চমক। এই পুজো মণ্ডপে রয়েছে জগন্নাথধামের ছোঁয়া‌। যা দেখতে ভিড় করছেন অনেকেই। মহালয়ার দিন থেকেই সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো মণ্ডপটি। ফলে সাধারণ মানুষজন অনেক বেশি সময় পাচ্ছেন এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য। এবছর অমৃতায়ন সংঘের পুজো ৩৯ বছরে পড়েছে। গত কয়েক বছর ধরে থিম পুজোর দিক থেকে নজর কাড়ছে কাকদ্বীপ শহর। এবারের উৎসবে সেই ধারা বজায় রেখেছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ। এছাড়াও পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে একাধিক কাগজের চায়ের কাপ। পরিবেশে প্লাস্টিক দূষণ রোধ করার বার্তা দিতে এই কাজ করা হয়েছে।

এদিকে এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সমগ্র মণ্ডপের বিভিন্ন জায়গায় কৃষ্ণের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, যেসব সুন্দরবনবাসী দূরত্ব বা সামর্থ্যের কারণে দিঘার জগন্নাথধাম দর্শন করতে পারেননি, তাঁদের জন্য এই মণ্ডপ হবে বাড়তি আকর্ষণ। পুজো মণ্ডপ আগে থেকেই সকলের জন্য খুলে যাওয়ায় এবছর ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা