Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের আবহাওয়া

আজ মহাষ্টমী। দিকে দিকে মহাষ্টমীর দেবী বন্দনা, কোথাও কোথাও অঞ্জলি শুরু হয়েছে। এদিকে আবহাওয়া অফিস কী বলছে? সম্ভবত আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব পড়বে নবমী থেকে। আজ অষ্টমীতে বৃষ্টির সম্ভবনা খুব বেশি না থাকলেও আগামীকাল অর্থাৎ নবমীর দিন থেকে সেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বিশেষ করে কলকাতা-সহ অন্তত ৮টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমীতে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার জেরে নবমীতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবল বৃষ্টির সম্ভবনা। দশমীর দিনও বৃষ্টির প্রকোপ কমবে না। বরং আরও তীব্র হতে পারে। কলকাতা-সহ অন্তত ১১টি জেলায় সেদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে বৃষ্টির সম্ভবনা তেমন নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে। তবে বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। দশমী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, অষ্টমীর বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) পরিবর্তন হতে শুরু করবে। নবমী ও দশমীতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রশাসন ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলির ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অষ্টমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিই হবে। নবমী থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।