Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভূমিকম্প প্রবণ দেশ ফিলিপিন্স। সেখানে বার বার ভূমিকম্প হয়, ধ্বংস ও মৃত্যু হয় অনেক। আমরা যখন অষ্টমী পুজোর আনন্দে উদ্বালিত ঠিক তখন ফিলিপন্স-ঘটে গেছে ভুয়ানক ঘটনা। ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রীতিমতো ধ্বংসলীলা চলল ফিলিপিন্সের সেবু শহরে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে সেখানে। ধ্বংস হয়ে গিয়েছে একটি পাথরের গির্জা আর তাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যেই। আদতে ফিলিপিন্সের মতো দেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম।

এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”, একটি ভূমিকম্প ফল্ট লাইনের মধ্যে অবস্থিত। প্রতি বছর টাইফুন এবং ঘূর্ণিঝড়ও হয়ে থাকে এখানে। রাস্তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভূমিকম্প কীভাবে ধ্বংসলীলা চালিয়েছে। কংক্রিটের রাস্তার মাঝে ফাটল দেখা যাচ্ছে। বড় বড় বাড়ির চেহারাও একই রকম। ভেঙে পড়েছে অনেক দেওয়াল। সুনামির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পালানোর সময় দেওয়াল চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর আফটারশকেও ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস। ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে।