Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দামের নতুন মূল্যায়ন হয়। গত কয়েক মাসে বাণিজ্যক গ্যাসের দাম কমেছে। আর অক্টোবরে এসেই দাম বৃদ্ধির সংবাদ। আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ল । তেল বিপণন সংস্থাগুলি ১৫.৫০ টাকা দাম বাড়িয়েছে। এর ফলে দিল্লিতে এর দাম এখন ১৫৯৫.৫০ টাকা হল। এই আর্থিক বছরে এই প্রথম বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ানো হল। এর আগে টানা ছয় মাস ধরে এটি কমানো হয়েছে। তবে, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে এর দাম ৮৫৩ টাকা রয়েছে। এটি শেষবার ৮ এপ্রিল সংশোধিত হয়েছিল। দিল্লিতে, নীল রঙের ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন ১৫৯৫.৫০ টাকায় পাওয়া যাবে। আগে এটি ১৫৮০ টাকায় পাওয়া যেত। অর্থাৎ ১৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায়, এই সিলিন্ডার এখন ১৭০০ টাকায় পাওয়া যাবে, যা সেপ্টেম্বরে ১৬৮৪ টাকায় পাওয়া যেত। এখানে দাম ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। মুম্ইতে, এটি ১৫৪৭ টাকায় পাওয়া যাবে, আগে এর দাম ছিল ১৫৩১.৫০ টাকা। চেন্নাইতে, এই সিলিন্ডার এখন ১৭৫৪ টাকা হয়েছে, যা সেপ্টেম্বরে ১৭৩৮ টাকায় পাওয়া যেত। এখানেও ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজি ওজনের এই সিলিন্ডার হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত হয়। এর দাম বৃদ্ধির ফলে বাইরে খাওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দেশের বেশিরভাগ শহরে রান্নার গ্যাসের দাম ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে রয়েছে। কয়েকটি বড় শহরে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখানে দেওয়া হল।