বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে নকশালবাড়ির মেচি নদীর স্রোতে তলিয়ে গেল হস্তিশাবক। আর হস্তিসাবক উদ্ধার করতে এলো বনদপ্তর।
জানা গিয়েছে এদিন নেপাল থেকে ভারতের কলাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করছিল ৩০টি হাতির দল। আচমকাই মেচি নদীর জল স্তর বেড়ে যাওয়া তলিয়ে যায় একটি হস্তিশাবক।
প্রায় কয়েকশো মিটার দূরে কোনও মত হস্তিশাবক নদী থেকে কৃষি জমিতে ঢুকে পড়ে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কার্শিয়াং ডিভিশনের পানিঘাটা রেঞ্জের বন কর্মীরা।
Your message has been sent
এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হস্তি শাবককে উদ্ধার করে ফেল হাতির পালে পৌঁছে দেয়। অপরদিকে হস্তি সেবককে ফেরাতে বেশ বেগ পেতে হয় বন কর্মীদের।