বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীতির ঊর্ধ্বে এসে সকলকে একসঙ্গে মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে প্রবল বর্ষণে ভেঙে পড়া দুধিয়ার লোহার ব্রিজ পরিদর্শনে এসে বললেন সাংসদ রাজু বিস্ত।
এদিন সন্ধ্যা নাগাদ দার্জিলিং এর সাংসদ দুধিয়া এলাকায় এসে উপস্থিত হন। এরপর গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্ত বলেন আমার পেছনে যে ব্রিজ রয়েছে তা একেবারে ভেঙে গেছে। আর এই ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সম্পর্ক কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে উনিশ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী জি নিজে বিষয়টি দেখছে। এই সময় পরিস্থিতি সামাল দিতে এনডিআরএফ এর তিনটি দল আছে। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাকে আমি স্বাগত জানাই এই সময় অবশ্যই আসা উচিত। গত বছর তিস্তায় যখন ফ্লাড হয়েছিল সেই সময়ে এসেছিলেন কিন্তু একটা ভুল করেছিলেন। আর তাই এইবার আসার আগেই আপনার কাছে আবেদন জানালাম এই প্রাকৃতিক বিপদকে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করুক। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কে এটা মানতে হবে এটা প্রাকৃতিক বিপর্যয়। এর পাশাপাশি তিনি আরো বলেন এই সময় রাজনৈতিক করার সময় নয়। এই সময়টা সকলকে একসঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।