বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এমনিতেই উত্তরবঙ্গের বিশাল অংশ জলের তলায়। ধসে, ব্রিজ ভেঙে ও বাজ পরে অন্তত ২৩ জনের মৃত্যু। ঠিক এই পরিস্থিতিতেই নাগরাকাটা পরিদর্শনে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন বিজেপির দুই প্রথম সারির নেতা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে। আচকাই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, হাসপাতালে থাকায় উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেন, “গাড়ির কাচ ভেঙে গিয়েছে। বাটাম দিয়ে মেরেছে। খগেন দা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।”
এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, তিনি এমন কোনও ঘটনার কথা শোনেননি। পরেই বলেন, “কে বলল এটা তৃণমূল করছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে।” শঙ্কর ঘোষ একটি ভিডিয়ো সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে তাঁর পাঞ্জাবী ভিজে যাচ্ছে। ভেঙে গিয়েছে পুরো কাচ। হামলার মুখে পড়ে যখন কোনও ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক, ঠিক সেই সময় তাঁদের পিছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। রীতিমতো প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার সময়ই পিছন দিক থেকে মারধর করা হয়েছে তাঁদের।