বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক জমি শক্ত করতে বোলপুরে নতুন কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দলের টাউন প্রেসিডেন্ট পদে রদবদল করেছে শাসক দল। আগের টাউন প্রেসিডেন্ট সুকান্ত হাজরার পরিবর্তে নতুন দায়িত্বে এলেন সুব্রত হাজরা।
বোলপুর পৌরসভার আওতাভুক্ত বোলপুর টাউনে বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। সেই প্রেক্ষিতেই সংগঠনকে আরও মজবুত করতে ও নিচুতলার কর্মীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শহর এলাকায় দলের কার্যক্রমকে নতুনভাবে সাজিয়ে তুলতেই ডালিম হাজরার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে বোলপুর টাউন নিয়ে নতুন করে ভাবতে চাইছে দল।
আগামী বছরের বিধানসভা নির্বাচনে এই পরিবর্তন কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সকলের।