Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রক্ত ঝরলো চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। তৃণমূল কর্মীরা মার খেলো তৃণমূল কর্মীদের হাতে। আবারো প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেস্যালিটি হাসপাতালে। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য, বসেছে পুলিশ পিকেট। আহত তৃণমূল কর্মী সুরজ গায়েন ও তার সঙ্গী জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শইদুল নামে আরেক তৃণমূল কর্মী তার লোকজন নিয়ে হঠাৎ অতর্কিত আক্রমণ চালায় সুরজ গায়েনদের ওপর। জানা যায় তৃণমূল কর্মী শইদুল অঞ্চল সভাপতি মফু সরকারের মদতেই এই আক্রমণ চালায় এমনটাই অভিযোগ করেন আহত সূরজ গায়েন ও তার সঙ্গী। অপরদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মফু সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে, উদ্ধার হওয়া বোমগুলি নিষ্ক্রিয় করেন। এই নিয়েই চলে দুই গোষ্ঠীর মধ্যে কাদা ছোঁড়া-ছুড়ি। এদিকে রাতেই ক্ষীরপাই হাসপাতালে চলে আসেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই। তিনি বলেন কোন গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে। দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করছেন।