Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালে ও রাতে সামান্য শীতের অনুভূতি থাকলেও ঠান্ডার দেখা নেই। তারমধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ২৫ অক্টোবর প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ২৭ অক্টোবর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টি হতে পারে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া উত্তরবঙ্গের আট জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে উত্তরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।