বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:*জলপাইগুড়ি* রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির পালটি ঢুকে পড়ে রিয়াবাড়ি এবং কাঁঠালগুড়ি এলাকায়। পরে বাধপাড়া এলাকায় দীর্ঘক্ষণ হাতির পালটিকে আটকে থাকতে দেখা যায়।
শনিবার সকাল থেকেই হাতির পালটিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলোকে দেখতে ভিড় জমান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় বন কর্মীরা হাতির পালটিকে রেতি নদীর চর পেরিয়ে জঙ্গলের ভেতরে ফেরাতে সক্ষম হন।