Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *আমরা পুকুর কেটেছি,অভিষেক মাছ খেয়েছে।

আমরা ন্যাচারাল প্রোডাক্ট, লড়াই করে মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী করেছি কিন্তু অভিষেক কার্বাইড দিয়ে পাকানো মাল,আবারো কি তৃণমূল ছাড়ার আসল কারণ স্পষ্ট করলেন শুভেন্দু?*

এন আর সি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর গত মঙ্গলবার আত্মঘাতী হয়েছিলেন। গতকাল তার বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

প্রদীপ করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, এই অভিযোগে খড়দা থানায় অভিযোগ দায়ের করলেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী, নন্দীগ্রামে একটি পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী বলেন এই অভিযোগ পুরো সাজানো, ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে ,বাজ পড়ে মারা গেলে এইসব করবে।12 টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR হচ্ছে, কারোর অসুবিধা হচ্ছে না, শুধু পিসি ভাইপোর হচ্ছে।২০০২ সালে ভাইপোর জন্মই হয়নি। নন্দীগ্রামেও প্রচুর সংখ্যক মৃত ভোটার রয়েছে, যাদের নামে ভোট পড়ে এখনো। আতে ঘা লেগেছে, বুঝতে পারছে যাবে। চিঠির হস্তাক্ষর পরীক্ষা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে হোক এবং তা যেন হাইকোর্টের তত্ত্বাবধানে হয় এমন দাবি তোলেন বিরোধী দলনেতা। পাশাপাশি অভিষেক ব্যানার্জি গতকাল আক্রমণ সানিয়েছিলেন নির্বাচন কমিশনকে,সেই নিয়েও কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন আমরা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করেছি। আমরা পুকুর কেটেছি,অভিষেক মাছ খেয়েছে। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু অভিষেক কার্বাইড দিয়ে পাকানো মাল।