বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেষেপর্যন্ত শীতটা ঢুকেই পড়েছে। মানুষের মুখে চওড়া হাসি। সকালের দিকে ভারি মনোরম পরিবেশ। রাস্তার ধারে ধারে রোদে দাঁড়িয়ে আড্ডা শুরু হয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমে যায়। আবহাওয়া দপ্তর বলছে, আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন হবে।
হাওয়া অফিস বলছে আজ থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় চলতি সপ্তাহে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে আবহাওয়া দপ্তর বলছে, এখনও শীত এসে গিয়েছে তা বলা যাবে না। আবহবিদদের মতে, কলকাতায় এখনও শীত ঢোকেনি। টানা কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকলে সরকারিভাবে শীত এসেছে বলা যাবে। IMD-র পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দু-তিনদিনে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রিতেও নামার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-রাতে কুয়াশার প্রভাবও বাড়বে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট অধিক লক্ষ্য করা যাবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে আরও। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। উত্তরের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় ঘন কুয়াশার দাপট যেমন থাকবে, তেমন সমতলের জেলাগুলিতেও কুয়াশার প্রভাব বাড়বে।