Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তাপমাত্রার পতন অব্যাহত। সকালের দিকে উত্তুরে হাওয়া বেশ অনুভূতি হচ্ছে। মানুষের গায়ে গরম পোশাক ওঠা শুরু করেছে। আগামী ২/৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও অনেকটাই কমবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে। সেটা আরও কমে ১৬ বা ১৭ ডিগ্রিতেও নামতে পারে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও আশপাশে দিনের তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, রাতে প্রায় ১৮ ডিগ্রি। তবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অনেক বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জায়গায় রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ১৭ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কোথাও কোথাও পারদ নেমেছে ১৫ ডিগ্রিরও নিচে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমে ১৩ ডিগ্রির কাছাকাছি যেতে পারে। ফলে সকালবেলা কুয়াশা দেখা যেতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া সহ নানা জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত তেমন পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাজ্যের কোনও জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।