বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তর দমদম উদয়পুর সেবাদল নিবাসী সম্মানীয় প্রদীপ রায় ICCU তে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাড়ির লোক দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছে।

প্রদীপ রায় একজন DYFI এর সম্পাদক ছিলেন (রাজ্য নেতা) তিনি ফ্রান্স , আলজেরিয়া , নেদারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে দলের প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আজ রাজ্য – জেলা – অঞ্চল কোনও কমরেড তার পাশে নেই। গোষ্ঠীদ্বন্দ্বে তিনি কোণঠাসা – আজ মৃত্যু শয্যায় তার পাশে একজনও কেউ নেই।

ছিঃ! ছিঃ! সিপিএম ছিঃ!
মানবিকতার প্রতীক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দিয়েছে – দল নয় মানব সেবাই সবার আগে। তাই উত্তর দমদম পৌরসভার সম্মানীয় মানবিক পৌরপ্রধান শ্রীযুক্ত বিধান বিশ্বাস মহাশয়ের নির্দেশে প্রবীণ রাজ্য নেতা কমরেড প্রদীপ রায়ের বাড়িতে পৌঁছে গেলাম।

প্রতিনিয়ত তার দুই ভাইয়ের সাথে যোগাযোগ রাখছি – আমি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো সহযোগিতায় আমরা সর্বদা প্রস্তুত এবং আর্থিক সহযোগিতা করতেও আমি এবং আমার দল সর্বদা প্রস্তুত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূল কংগ্রেসের একমাত্র কাজ। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। কমরেড মাণ + হুঁশ = মানুষ হিসাবে আপনার পাশে আছি ও থাকবো। জয় বাংলা।