বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুন মামলায় তদন্ত এগোতেই উঠে এসেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। ঘটনার পর তিনি আগাম জামিনের জন্য বারাসাত জেলা আদালতে আবেদন করেছেন।১১ই নভেম্বর বিডিও প্রশান্ত বর্মন অ্যান্টিসিপেটরি বেল চেয়ে আদালতে আবেদন করেন।আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর। তদন্তকারীদের দাবি ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনের ঘটনার সঙ্গে বিডিওর সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।বিধাননগর পুলিশ এই মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন অনিল থাপা বিডিওর ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের রাজু ঢালি বিডিওর চালক বিবেকানন্দ সরকার ওরফে সোনাই আরো একজন অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে পুলিশ এর বক্তব্য
এই খুন একটি পরিকল্পিত চক্রের ফল, এবং ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সেই সূত্র ধরেই বিডিওর সম্ভাব্য ভূমিকা নিয়েও তদন্ত এগোচ্ছে।