Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ীদের মধ্য সারাদিন চলছে এস আই আর কে নিয়ে আলোচনা। বিধান মার্কেট ব্যবসায়ীদের একটা অংশের এখনো কাগজপত্র না থাকায় একটা অনিশ্চয়তার মধ্য আছেন তারা। অনেকেই জানিয়েছেন এতটা চিন্তা করিনি, আর এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে সেটাও ভাবি নি। যদি চিন্তা করতাম ভালো হতো। আমাদের কাছে এখন সম্পূর্ণভাবে নথিপত্র নেই, আমাদের অনেকেরই জন্ম এখানে না যেখানে জন্ম সেখানেও সমস্যা আছে।। তবে আমাদের সবকিছু বৈধ। এখন বৈধ থাকলে তো হচ্ছে না, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে। আর সেই ক্ষেত্রেই সমস্যা থেকে যাচ্ছে। তাই ব্যবসায় মন বসছে না। বিধান মার্কেট ব্যবসায়ীদের মধ্য আছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ী, অনেকের বেকারই আছে, অনেকের কাপড়ের দোকান, অনেকের স্টেশনারি দোকান, অনেকের আছে পৃন্টিং এর দোকান, অনেকের শাকসবজি, অনেকের মাছ-মাংস, এবং অনেকের ডিম। সকলেই চিন্তিত এস আই আর কে নিয়ে। অনেকেই জানাচ্ছেন নাগরিকত্ব যেখানে বড় ব্যাপার, একটা চিন্তা তো থাকবেই। বিধান মার্কেটের গোটা ব্যবসায়ী মহল মনে করছে এস আই আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একেকজনের একেক ধরনের মত। তবে আপাতত এই সমস্যার সমাধান করতে আগ্রহী তারা। তারা জানিয়েছেন দুদিন ব্যবসা বন্ধ থাকলে কোন ক্ষতি নেই, কিন্তু এটা আগের করা দরকার। এর থেকে বোঝা যাচ্ছে কতটা চিন্তিত তারা, এই এস আই আর কে নিয়ে।