Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকাল ১০টা নাগাদ হঠাৎ দুলে ওঠে ঘরের সিলিং ফ্যান। বোতলে রাখা জলও কিছুটা কেঁপে ওঠে। দ্রুত মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কলকাতায় তীব্র ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সকাল দশটা দশ নাগাদ কেঁপে ওঠে আচমকা। কম্পন বুঝতে পেরেই আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়েই নীচে নেমে আসেন। আতঙ্কিত হয়ে পরেন তাঁরা। কেবল কলকাতা নয়, শুক্রবার সকালে কলকাতার সঙ্গেই কম্পনে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জেলা। একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের ঘোরাশাল। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র কম্পন অনুভূত হয়। শুক্রবার ভোরে কেঁপে ওঠে পাকিস্তান। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত জীবনহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

বিস্তারিত খবর আসছে – – –