বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নভেম্বরের শেষে এসে শীতকে আটকে দিলো একাধিক নিম্নচাপ। ফলে উত্তরে কিছুটা শীত থাকলেও দক্ষিনে রীতিমত ঘরে ফ্যান চলছে।
শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে – শীতের দাপট দক্ষিণবঙ্গে (South Bengal Weather) একেবারে থমকে গিয়েছে। গত কয়েক দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। তাই শীতের যে হালকা আমেজ ছিল, সেটাও এখন অনেকটাই কমে গিয়েছে। কলকাতায় রীতিমতো গরম লাগছে। দুপুরে ঘাম হচ্ছে, শীতের পোশাকের প্রয়োজনই হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। দুপুরে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে যেতে পারে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি রয়েছে, যা শীতের তুলনায় অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে পারদ নামতে পারে ১৪ ডিগ্রি পর্যন্ত। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশায় রাস্তা ঢেকে গেলে গাড়ি চলাচলে সমস্যা হতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে ঠান্ডা রয়েছে। দার্জিলিঙের কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।