শীত এসেও দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। তবে এটা কিন্তু স্থায়ী নয়। আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সক্রিয়। যাতে শীতের পথে বাধা পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে, সামান্য তাপমাত্রা কমলেও আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন আর নামবে না। ১৯-২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আবহাওয়ার এই পূর্বাভাস শুনে রীতিমতো অখুশি শীতপ্রেমীরা। পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা কিছুটা নেমেছে গত দু’দিনে। ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পৌঁছেছে। পাশাপাশি সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই কোথাও আপাতত। আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বর মাসের আর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বললেই চলে। ডিসেম্বরের শুরুতেও হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা নেই। শীতের দেখা পেতে পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে যাবে।
অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন। উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি হতে পারে আজ। বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই নভেম্বরে।