বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভারতের পক্ষে এটা যথেষ্ট অগৌরবের! তবুও মেনে নিতে হবে। দিল্লি বিস্ফোরণে ভয় পেয়ে ভারত সফর বাতিল করলেন বেঞ্জামিন নেতানিয়াহু! এমনটাই বলছে ইজরায়েলি সংবাদমাধ্যম। সূত্রের খবর, চলতি বছর ডিসেম্বর মাসে ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফরে (Benjamin Netanyahu India Visit) আসার কথা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সাক্ষাতেরও পরিকল্পনা ছিল। কিন্তু যাবতীয় পরিকল্পনা আপাতত বাতিল করেছেন নেতানিয়াহু। ২০১৮ সালে শেষবার ভারতে এসেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তারপর কেটে গিয়েছে সাত বছর। ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হয়েছে। পহেলগাঁও হামলার পর মোদিকে ফোন করেছিলেন নেতানিয়াহু।
একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দুই রাষ্ট্রনেতা। নানা আন্তর্জাতিক ইস্যুতেও ভারত এবং ইজরায়েল একে অপরের পাশে থেকেছে। এহেন পরিস্থিতিতে ভারত সফর করতে নেতানিয়াহু যথেষ্ট উদগ্রীব, এমনটাই মত ইজরায়েলি সংবাদমাধ্যমের। সূত্রের খবর, চলতি বছর অন্তত তিনবার ভারত সফরের পরিকল্পনা করেছেন নেতানিয়াহু। এপ্রিল মাসে ভারত সফরের পরিকল্পনা ভেস্তে যায়। তারপর গত ৯ সেপ্টেম্বর একদিনের জন্য ভারত সফরের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত আসতে পারেননি নেতানিয়াহু। কারণ ১৭ সেপ্টেম্বর ইজরায়েলে নির্বাচন ছিল। অবশেষে ডিসেম্বর মাসে ভারতে আসার পরিকল্পনা করেন নেতানিয়াহু। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে নিরাপত্তা নিয়ে চিন্তিত ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। তাই আপাতত ভারত সফর বাতিল করছেন তিনি। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে সফরের পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করা হবে।