বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার দিল্লিতে তৃণমূলের ১০ প্রতিনিধি নির্বাচনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে একাধিক দাবি পেশ করেন। নির্বাচন কমিশন তাদের সঙ্গে আলোচনায় বলেন, ভোট দেবেন শুধু ভারতীয়রা, কোনো বাংলাদেশি নয়। সূত্রের খবর, প্রতিনিধি দলকে কমিশন বলেছে, “শুধুমাত্র ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়।” নির্বাচন আইন মেনে পুরো প্রক্রিয়া হয়, সেই আইন মেনেই যাতে সবটা হয়, সেটাই মনে করিয়ে দিয়েছে কমিশন। কমিশন এমন বার্তা দেওয়ার পর তৃণমূল বলছে, আদতে বিএলও-দের হুমকি দিচ্ছে বিজেপিই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আমার প্রশ্ন হল, এটা কি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলা হয়েছে? গুজরাটেও তো বিএলও আত্মহত্যা করেছে। আর শুভেন্দু অধিকারীই তো বিএলও-দের জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন। ওর বিরুদ্ধে কেন কমিশন এফআইআর করল না?” স্বাভাবিক কারণেই সেই আলোচনা যে কিছুটা উত্তপ্ত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “ফুল বেঞ্চ স্পষ্ট ভাষায় তৃণমূলকে বলে দিয়েছে যে নির্বাচনের পবিত্রতা রক্ষা করুন। তৃণমূলকে লাইনে আসতে বলেছে।” এদিকে, বাংলার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। জেলায় জেলায় SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখবেন তিনি। তবে তিনি একা নন। মোট ১২ জন আইএএস পদমর্যাদা সম্পন্ন আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে এই কাজে।