Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শোকের আবহ দেওল পরিবারে। বাবাকে হারিয়ে শোকে পাথর সানি, ববি ছাড়াও এষা ও অহনা। বৃহস্পতিবার সানি ও ববির তরফে মুম্বইয়ের অভিজাত এক হোটেলে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। উদযাপিত হয় ধর্মেন্দ্রর চলচ্চিত্রময় জীবন। সমস্তটাই হয় সানি ও ববির তত্ত্বাবধানে। কিন্তু এসবের মধ্যে কারও নজর এড়ায়নি যে বিষয় তা হল, ধর্মেন্দ্রর স্মরণসভায় ছিলেন হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের অনুপস্থিতি। সানি-ববি আয়োজিত স্মরণসভায় এদিন উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরও। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই মেয়ে অজিতা ও বিজয়েতা। তবে সেসবের মাঝেও হেমার অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে।

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ধর্মেন্দ্রর স্মরণসভার ভিডিও। এদিন সেই স্মরণসভায় এসেছিলেন রেখা, জ্যাকি শ্রফ, শাবানা আজমি, সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, ঐশ্বর্য রাই বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ। তবে সেখানে যোগদান না করলেও হেমা এদিন নিজের বাড়িতে ধর্মেন্দ্রর স্মৃতিতে পুজোপাঠ করেন। এদিন সানি ও ববি আয়োজিত স্মরণসভা থেকে বেরিয়ে সোজা হেমার বাড়িতে যান গোবিন্দা-জায়া সুনীতা আহুজা। হেমার বাড়িতে ঠিক কীভাবে সবটা আয়োজন হয়েছে তা সুনীতাই ভাগ করে নেন। তিনি বলেন, “হেমাজির বাড়িতে ভজন ও ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছিল।হেমাজিকে দেখে আমার চোখের জল বাধ মানছিল না। আমি নিজেকে কীভাবে সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে তাঁর জীবনে।”