Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিলো। রাজ্যপাল বোস নিজেও ‘রাজভবন’ নাম পরিবর্তনের পক্ষে। বাস্তবিক তিনিই এই নাম পরিবর্তনের পক্ষে প্রথম আবেদন করেন। খবরে প্রকাশ,বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের। ঔপনিবেশকতা সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। নতুন নাম হচ্ছে ‘লোক ভবন।’ ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে ‘লোকভবন’। সেখানেই পোষ্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন। তাই রাজতন্ত্রের ইতি ঘটাতে রাজ ভবনের নাম থেকে ‘রাজ’ শব্দটি সরানোর আর্জি জানিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চেয়েছিলেন, এমন এক নাম হোক যা জনগণের। রাজভবন যেহেতু মানুষের জন্য সেই কারণে নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশজুড়ে রাজ ভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন রাজ্যপালরা। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। এদিন এই সংক্রান্ত নির্দেশিকায় নিজেই সই করেন। ফলে বাংলায় রাজভবনের নাম বদলে হল ‘লোক ভবন’। জানা গিয়েছে, বাংলার কলকাতা ও দার্জিলিংয়ের রাজভবনের নাম ফলক বদলে ফেলা হয়েছে। বদলেছে লেটারহেডও। এখন থেকে নতুন নাম, নতুন নিয়ম। নিঃশব্দতেই রাজ্যপাল ঘটিয়ে দিলেন একটা ঐতিহাসিক বিপ্লব।