বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক আজ শেষ হচ্ছে নভেম্বর। কিন্তু উত্তুরে বাতাস ঢুকতে পারছে না। ফলে বিরক্ত শীতপ্রেমীরা। তবে আবহাওয়া দপ্তর বলছে, খুব শীঘ্রই বদলে যাবে এই চিত্র। নামবে তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বুধবার পর্যন্ত তাপমাত্রা না কমলেও তারপরই আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরো মাত্রায় শীত পড়তে শুরু করবে রাজ্যে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পারদ পতন হবে। কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। একধাক্কায় তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ডিসেম্বর থেকেই শীত দখল নেবে রাজ্যের। বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। খুব সকালে ও রাতের দিকে দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বাড়বে। এদিকে আপাতত বৃষ্টিও হবে না দক্ষিণবঙ্গে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের শীতের আমেজ রয়েছে। তা বাড়বে আগামী সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও আপাতত বৃষ্টি হবে না। সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে। আজ তাপমাত্রা কিছুটা চড়লেও আগামীকাল থেকে তাপমাত্রা কমবে।