বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ ১ ডিসেম্বর। কিন্তু শীতের দেখা নেই। সামান্য একটু শীত এসেই বিদায় নিয়েছে। সকালের দিকে বেশ কুয়াশা ও বেলা বাড়লেই রোদের তাপ বাড়ছে। আপাতত বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে।
এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সেভাবে ঠান্ডা ছুঁতে পারেনি। শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে প্রায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবারের আগে কলকাতায় আবহাওয়ার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে। ঠান্ডা এখনও সেভাবে না পড়তেও ভোগাচ্ছে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। মূলত খুব সকালে ও রাতের দিকে দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাবে।
অন্যদিকে উত্তরবঙ্গের শীতের আমেজ ভরপুর রয়েছে। ঠান্ডায় রীতিমতো কাঁপছে পাহাড়। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও তাপমাত্রা আরও কমবে আগামী কয়েকদিনে। আপাতত বৃষ্টি হবে না উত্তরে। শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল ও রাতের দিকে কুয়াশার জেরে সতর্কতা জারি রয়েছে।