বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার শুরু হয়েছে তাপমাত্রার পতন। এই মুহূর্তে সামনে তেমন কোনো বাধা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আর সপ্তাহান্তে অনেকটাই নেমে যাবে পারদ।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক খানি তাপমাত্রা কমবে। শনিবারের মধ্যে পারদ ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ১৫ ডিগ্রিরও নীচে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০-২২ ডিগ্রি সেলসিয়াসে। সবমিলিয়ে আগামী কয়েকদিনে কাঁপুনি বাড়বে। সপ্তাহান্তে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শীত আরও জোরে কামড় বসাতে পারে। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। চলতি সপ্তাহে রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে তা থেকে বৃষ্টি হবে না। শীত বাড়ার পাশাপাশি কুয়াশাও ভোগাবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। সব অংশে না কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীত বাড়ছে লাফিয়ে। সপ্তাহের শেষে আরও নামবে তাপমাত্রা। আপাতত কোথাও বৃষ্টি হবে না। সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশা অধিক ভোগাবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব কম-বেশি কুয়াশা থাকবে।