Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশ জমে উঠেছে ঠান্ডা। মজায় শীতপ্রেমীরা। অনেকটাই নেমেছে পারদ। আপাতত সেই ধারাই বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যজুড়ে এখন শুষ্ক শীতল আবহাওয়া বিরাজ করবে। ভরপুর শীতের আমেজ থাকবে।

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার আর বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে কাবু হবে রাজ্যবাসী। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। ঝোড়ো ব্যাটিং করবে শীত। তাপমাত্রা কমার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই সকালে শিশির এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।উপকূলের দিকের জেলাগুলিতে কুয়াশার অধিক থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোথাও কুয়াশার সতর্কতা জারি করা হয়নি আপাতত। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, এরাজ্যে আপাতত কোনও সিস্টেম নেই। অর্থাৎ শীতের পথেও কোনও বাধা নেই। আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলারই একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।