বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা।
সুকান্ত মজুমদারের নাম করে এইমসে চাকরির টোপ। ৪ জনের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তগীর।
তিনি উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের মহিলা মোর্চার জেলা সম্পাদিকা। বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে।
অভিযোগ, কল্যাণীর সগুনা অঞ্চলের ৪ জন বাসিন্দার কাছ থেকে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেন তনু খাস্তগীর। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে ২ মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু। কিন্তু ৮ মাস কেটে গেলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীদের।
চাকরিপ্রার্থীরা জানান, রবিবার, এইমসে আর একজনের চাকরি করে দিতে হবে বলে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি এইমসে হাজির হন। সেই সময় চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে। কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরিপ্রার্থীরা।
পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে তদন্ত চলছে।